ভুটানে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
থিম্পু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে শনিবার ভুটান পৌঁছেছেন। এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ভুটানে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।
দু’দিনের ভুটান সফরে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ভারত-ভুটান মৈত্রী আরও শক্তিশালী করে তোলাই সফরের মূল উদ্দেশ্যে। শনিবার ভারতীয় সময় সকাল ১১টা নাগাদ ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মোদীর বিমান। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।
འབྲུག་ལུ་འོང་བའི་དྲན་ཐོ། འབྲུག་རྒྱལ་ཁབ་དེ་མཛེས་པ་རང་བཞིན་བཞིན་ལྷུན་གྲུབ་ཀྱི་རྒྱལ་ཁབ་གཅིག་དང་མི་སེར་ཚུ་ཡང་ཡ་མཚན་ཆེ་བའི་ཞི་འཇམ་ཨིན་མས། pic.twitter.com/kROTgyJimr
— Narendra Modi (@narendramodi) August 17, 2019
পারো থেকে থিম্পু যাওয়ার রাস্তার দু’পাশে ছিল ভুটানের মোদী অনুগামীদের ভিড়। ভারত ও ভুটানের পতাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মোদীকে স্বাগত জানিয়েছেন শিশুরা। পতাকা নেড়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।
থিম্পুর হোটেলে প্রধানমন্ত্রী প্রবেশ করতেই তাঁর সঙ্গে হাত মেলানোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেয় এক দল প্রবাসী ভারতীয়। তবে তাঁদের নিরাশ করেননি মোদী। প্রত্যেকের সঙ্গে হাসিমুখে হাত মেলালেন তিনি। হাতজোড় করে শুভেচ্ছা জানান তাঁদের।
#WATCH Prime Minister Narendra Modi welcomed by the Indian diaspora in Bhutan, at hotel Taj Tashi in Thimphu. pic.twitter.com/1PD0keJbAQ
— ANI (@ANI) August 17, 2019
এরপর ভুটানের রাজার সঙ্গে বৈঠকের জন্য তাশিছোয়োডং রাজপ্রাসাদে যান মোদী। সেখানেও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। ভুটানের প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে বৈঠকের পর সিমটোখা জং বৌদ্ধ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।