Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

বিশ্বের সর্বত্র ভারতের আলো ছড়িয়ে দিন, টোকিওতে বার্তা মোদীর

টোকিও: বিশ্বের সব কোনায় কোনায় ভারতের গুরুত্ব ছড়িয়ে দিত হবে। দেখিয়ে দিতে ভারতীয়দের ক্ষমতা। টোকিওতে দাঁড়িয়ে জাপানের প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে দু’দিনের জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার টোকিওতে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন নরেন্দ্র মোদী।

জাপানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের ভূয়ষী প্রশংসা করেন মোদী। জাপানের মতো দেশে ব্র্যান্ড ভারতকে তুলে ধরার পেছনে ভারতীয়দের অবদানের কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাপানে ক্রিকেট, ভারতীয় খাবার, ভারতীয় সংস্কৃতি জনপ্রিয় করার পেছনে আপানাদের অবদান রয়েছে। আপনারা এদেশে দীপাবলির আলো ছড়িয়ে দিচ্ছেন।

প্রবাসীদের প্রশংসা করে মোদী বলেন, ভারত এখন শিল্পক্ষেত্রে প্রভুত উন্নতি করেছে। বিশ্বমানের জিনিস তৈরি করছে, মোবাইল থেকে অটোমোবাইলে এক নম্বর হওয়ার দৌড় শুরু করেছে দেশ। ডিজিটাল ইন্ডিয়া থেকে শুরু করে বুলেট ট্রেনের গতিতে ভারত উন্নতি করছে বলে জানান প্রধানমন্ত্রী।

জাপান-ভারত শীর্ষ বৈঠকে যোগ দিতে শনিবারই জাপানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার তিনি জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা কাটান আবের ইয়ামানাসাইয়ের হলি ডে হোমে। দুই রাষ্ট্রনেতা একাধিক বিষয়ে কথাও বলেন। প্রসঙ্গত, বুলেট ট্রেন, একাধিক শিল্প উদ্যোগ ও প্রতিরক্ষা নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হবে। এনিয়ে কয়েকটি চুক্তিও হতে পারে বলে মনে করা হচ্ছে।