Thursday, June 19, 2025
Latestদেশ

জনগণের সেবার প্রতি অসামান্য অঙ্গীকারের নির্দশন সুষমাজি, জন্মবার্ষিকীতে টুইট মোদীর

নয়াদিল্লি: প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রয়াত সুষমা স্বরাজের ৬৮ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুষমা স্বরাজ একাধিকবার বিদেশের মাটিতে সমস্যায় পড়া ভারতীয়দের সাহায্য করেছেন। বিজেপির অন্যতম জনপ্রিয় মহিলা নেত্রী ছিলেন তিনি। ওয়াশিংটন পোস্ট তাঁকে ‘ভারতের সুপারমম’ আখ্যা দিয়েছে। টুইটারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেও তিনি নানা সমস্যার সমাধান করেছিলেন।

শুক্রবার সকালে মোদী টুইটে লিখেছেন, সুষমাজিকে স্মরণ করছি। মর্যাদা, শালীনতা ও জনগণের সেবার প্রতি অসামান্য অঙ্গীকারের সঠিক নির্দশন তুলে ধরেছিলেন তিনি। তাঁর মনে ভারতীয় মূল্যবোধ ও নীতি গাঁথা ছিল। আমাদের দেশের জন্য তাঁর অসাধারণ স্বপ্ন ছিল। তিনি অতুলনীয় সহকর্মী ও অসাধারণ মন্ত্রী ছিলেন।


সুষমা স্বরাজকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজজির জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য। সংসদীয় রাজনীতিতে তাঁর অভাব অনস্বীকার্য।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ আগস্ট কার্ডিয়াক অ্যাটাকে মারা যান সুষমা স্বরাজ। এবছর প্রজাতন্ত্র দিবস পুরস্কার ও পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে।