শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা: দু’দিনের সফরে শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে কলকাতা সহ গোটা রাজ্যে এখন সাজো-সাজো রব। কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও শনি ও রবিবার দু’দিনের সফরে সংস্কারকৃত ৪টি ঐতিহ্যবাহী ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪টি ঐতিহ্যবাহী ভবনের মধ্যে রয়েছে ওল্ড কারেন্সি বিল্ডিং, বেলভেদেরে হাউস, মেটকালফ হাউস এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল।
PM Narendra Modi will dedicate four renovated iconic buildings in Kolkata – Old Currency Building, Belvedere House, Metcalfe Hall, modernised Victoria Memorial – to the nation tomorrow during his two-day city visit: Official
— Press Trust of India (@PTI_News) January 10, 2020
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই ঐতিহ্যবাহী ভবনগুলির সংস্কার করে নতুন ভাবে সাজিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দেশের বিভিন্ন মেট্রো শহরে ঐতিহ্যপূর্ণ ভবনগুলির আশেপাশে সাংস্কৃতিক স্থান তৈরি করছে। কলকাতার মতোই দিল্লি, মুম্বাই, আমেদাবাদ এবং বারাণসীও এই প্রকল্পের অঙ্গ।
কলকাতা বন্দর কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে কলকাতা বন্দরের অবসরপ্রাপ্ত ও বর্তমান কর্মচারীদের পেনশন তহবিলের ঘাটতি মেটাতে ৫০১ কোটি টাকার একটি চেকও তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সুন্দরবন এলাকার ২০০ জন আদিবাসী ছাত্র- ছাত্রীর দক্ষ বিকাশ কেন্দ্র এবং প্রীতিলতা ছাত্রী আবাসেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।