মেয়ের বিয়েতে যেতে পারেননি, তাই নিজে গিয়ে রিক্সাচালকের সঙ্গে দেখা করলেন মোদী
বারাণসী: মেয়ের বিয়েতে বারাণসীর রিক্সাচালক মঙ্গল কিওয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। তবে বিয়েতে আসতে পারেননি মোদী। তাই গত ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নিজে গিয়ে দেখা করলেন রিক্সাচালক মঙ্গল কিওয়াত সঙ্গে। দমরি গ্রামের বাসিন্দা মঙ্গল কেওয়াত। দমরি গ্রামটি দত্তক নিয়েছেন প্রধানমন্ত্রী।
মেয়ের বিয়েতে মঙ্গল কিওয়াত প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানালে হাজার ব্যস্ততার মাঝেই মঙ্গলের পাঠানো আমন্ত্রণপত্রের জবাব দিয়েছিলেন নমো। সশরীরে বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও মঙ্গল কিওয়াতের মেয়েকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ৮ ফেব্রুয়ারি সেই চিঠি এসে পৌঁছয় কিওয়াত পরিবারের কাছে। চিঠিতে নব দম্পতি এবং ওই পরিবারকে শুভেচ্ছা বার্তা পাঠান মোদী। ১৬ ফেব্রুয়ারি বারাণসীতে গিয়েই মঙ্গল কিওয়াতের খোঁজ নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। মঙ্গল কিওয়াতকে বলেন, তিনি তাঁর মেয়ের বিয়েতে আসতে পারেননি বলে দেখা করতে এসেছেন।
Varanasi: Mangal Kewat,a ricksaw puller was sent a congratulatory letter by PM Modi on his daughter’s wedding.He says,”we invited PM to my daughter’s wedding&on Feb 8 we received a letter from him. PM is coming here on Feb 16,we want to meet him&share our problems with him”(15.2) pic.twitter.com/rh7qezXnht
— ANI UP (@ANINewsUP) February 15, 2020
মঙ্গল কিওয়াতের ‘স্বচ্ছ ভারত’ মিশনে অংশ নেওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মঙ্গল কিওয়াত তাঁর প্রতি মাসের রোজগারের একটা মোটা অংশ গঙ্গা পরিষ্কারের কাজে ব্যয় করেন। এছাড়া স্বচ্ছ ভারত অভিযানেও সক্রিয় ভাবে যুক্ত আছেন। সেই বিষয়েও প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি।
মঙ্গল কিওয়াত বলেন, মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছিলাম। আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে আসি। গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর তরফে একটি শুভেচ্ছা বার্তা পেয়ে খুব খুশি হয়েছি।