রাজভবনে বৈঠক করলেন প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী
কলকাতা: দু’দিনের সফরে শহরে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবনে হওয়া এই বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী যেহেতু শহরে তাই এটা সৌজন্য সাক্ষাৎ। আমি তাঁকে বলেছি, বাংলার মানুষ এনপিআর, এনআরসি ও সিএএ মানছে না। সরকার যেন ফের এই বিষয়ে ভেবে দেখে। তবে, প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়ে এ বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছেন।
শনিবার দুপুরে কলকাতা পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।
West Bengal CM @MamataOfficial calls on PM @narendramodi in Kolkata. pic.twitter.com/uni14ixQvf
— PMO India (@PMOIndia) January 11, 2020
শনিবার সন্ধ্যার ওল্ড কারেন্সি ভবনের অনুষ্ঠান যোগ দেবেন নমো। এরপর যাবেন মিলেনিয়াম পার্ক। নতুনভাবে সাজানো হয়েছে হাওড়া ব্রিজকে। সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। রাতে থাকবেন বেলুড় মঠে। রবিবার থাকবেন কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে।
পাশাপাশি, ২০০ তপশিলি ছাত্রীনিবাস বিশিষ্ট প্রীতিলতা আবাসের উদ্বোধন করবেন তিনি। কলকাতা বন্দর কর্তৃপক্ষের (কলকাতা পোর্ট ট্রাস্ট) প্রাক্তন কর্মচারী শতায়ু নাগিনা ভগত আর নরেশ চন্দ্র চক্রবর্তীকে সম্বর্ধনা দেবেন প্রধানমন্ত্রী।