Friday, June 20, 2025
Latestদেশ

অভিজিতের কৃতিত্বে গর্বিত ভারত, নোবেলজয়ীর সঙ্গে সাক্ষাতের পর বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: তাঁর কৃতিত্বের জন্যে গর্বিত ভারত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি যেভাবে শাসনকার্য চালাচ্ছেন সে সম্পর্কেও কথা বলেছেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, এটি একটি অনন্য অভিজ্ঞতা ছিল।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্দান্ত সাক্ষাৎ হল। মানব ক্ষমতায়নের প্রতি তাঁর অনুরাগ স্পষ্টভাবে বোঝা গেছে। বিভিন্ন বিষয়ে আমাদের একটি স্বাস্থ্যকর ও বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত তাঁর কৃতিত্বের জন্য গর্বিত। তাঁর ভবিষ্যতের প্রচেষ্টার জন্য তাঁকে শুভেচ্ছা জানাই।


অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তখন তিনি গুজরাটে কিছুদিন কাজ করেছিলেন। সেই সময়ে সেখানে তাঁর কাজের চমৎকার অভিজ্ঞতা হয়।

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,আমি কোনও পক্ষপাতদুষ্ট হয়ে অর্থনৈতিক চিন্তা করি না। আমরা যে যে রাজ্য সরকারের সঙ্গে কাজ করেছি, তার মধ্যে বেশিরভাগই বিজেপি সরকার। আমরা গুজরাট দূষণ (নিয়ন্ত্রণ) বোর্ডের সঙ্গে কাজ করেছি । সেই সময় গুজরাট (নরেন্দ্র) মোদীর অধীনে ছিল, এবং আমাদের চমৎকার অভিজ্ঞতা হয় সেই সময়। আমি তো বলব যে সেই সময় তাঁরা আমাদের তৈরি নীতিমালাই বাস্তবায়িত করেছিল।