Wednesday, June 26, 2024
দেশ

কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টার জন্য ধ্যানে বসলেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৪ জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। তার আগে কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টার জন্য ধ্যানে বসলেন মোদী। ধ্যানে বসার আগে কন্যাকুমারীর ভগবতী আম্মান মন্দিরে অর্ঘ্য নিবেদন করেন মোদী। ধ্যানে বসার আগে মন্দিরে পুজোও দেন নমো।  

৩০ মে সন্ধ্যায় ধ্যানে বসেছেন মোদী। ১ জুন পর্যন্ত ধ্যান করবেন তিনি। ধ্যান মন্ডপমে ধ্যান করবেন প্রধানমন্ত্রী। এখানেই অতীতে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানেই ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গেছে, ১ জুন প্রধানমন্ত্রী কন্যাকুমারী থেকে ফেরার আগে থিরুভাল্লুভার স্ট্যাচু পরিদর্শনে যাবেন। 

প্রধানমন্ত্রীর ধ্যান উপলক্ষে কন্যাকুমারীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও ভারতীয় নেভি কড়া নজরদারি চালাচ্ছে। প্রায় ২ হাজার পুলিশকর্মী রয়েছেন সুরক্ষার দায়িত্বে।