Monday, June 16, 2025
Latestদেশ

জওয়ানদের সঙ্গে কাশ্মীর সীমান্তে দীপাবলি পালন করবেন মোদী

নয়াদিল্লি: আজ দীপাবলি। আজ আলোর উৎসবে মেতে উঠেছে সবাই। আলোর উৎসবে যখন মাতোয়ারা গোটা দেশ, তখন সেনা জওয়ানরা সীমান্তে কর্তব্যরত। তাঁদের উৎসাহ যোগাতেই ভারত-পাক ও ভারত-চিন সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনা-জওয়ানদের সঙ্গে পালন করবেন দীপাবলি উৎসব।

তবে এবারই প্রথম নয়, গতবছর উত্তরাখণ্ডে চিন-ভারত সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়ানদের সঙ্গে সিয়াচেনে দীপাবলি পালন করেছিলেন।

২০১৫ সালে, নমো দীপাবলিতে পাঞ্জাব সীমান্তে দীপাবলি পালন করেছিলেন। গুজরাতে মুখ্যমন্ত্রী থাকাকালীনও দীপাবলিতে সেনাদের সঙ্গে দেখা করতে যেতেন মোদী। এবছর দেশের অন্য কোনও সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সঙ্গে মোদী দীপাবলি পালন করবেন। তবে ঠিক কোন সীমান্তে পৌঁছেবেন, তা সুরক্ষার কারণে গোপন রাখা হয়েছে।

আলোর উৎসব দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলি উপলক্ষে সকল মানুষ ও দেশের জন্য সৌভাগ্যের কামনা করেছেন নমো। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, দীপাবলি উপলক্ষে দেশের সকল মানুষকে শুভেচ্ছা। আলোর এই উৎসব যেন সবার জীবনে নতুন আলো বয়ে আনে এবং আমাদের দেশ সর্বদা সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের আলোয় যেন আলোকিত থাকে।