চিনের ঘুম উড়িয়ে শীঘ্রই ৮.৮ কিমি দীর্ঘ রোহতাং টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: ভারত আগেই সাফ জানিয়ে দিয়েছে শত্রুকে এক ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া হবে না। সেজন্যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। একের পর সামরিক সরঞ্জাম কিনেই চলেছে ভারত। পাশাপাশি, যুদ্ধকালীন তৎপরতায় সীমান্তের যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে এবার হিমাচল প্রদেশের ৮.৮ কিলোমিটার দীর্ঘ রোহতাং টানেলের খুব শীঘ্রই উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন, লেহ মানালি হাইওয়ের ওপর নির্মিত এই টানেলের মাধ্যমে লাহুল ও স্পিতি জেলার মধ্যে সংযোগ স্থাপন হবে। এই টানেলের কাজ প্রায় শেষের দিকে। অটল বিহারী বাজপেয়ী যে স্বপ্ন দেখেছিল তা পূরণের পথে।
জয় রাম ঠাকুর জানান, সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই রোহতাং টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টানেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যার ফলে মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। অত্যন্ত দ্রুত সীমান্তে পৌঁছতে পারবে ভারতীয় সেনা।
এই টানেল তৈরিতে মোট খরচ হয়েছে প্রায় ৩২০০ কোটি টাকা। চিনের কথা মাথায় রেখেই দ্রুত এই টানেল নির্মানের কাজ শেষ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। উল্লেখ্য, ২০০০ সালে এই টানেল নির্মানের প্রস্তাব দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাঁর উদ্যোগেই এই কাজ শুরু হয়। বাজপেয়ীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছে মোদী সরকার।


