Thursday, June 19, 2025
Latestদেশ

বাজপেয়ীর জন্মবার্ষিকীতে ‘অটল ভূজল যোজনা’ চালু করলেন মোদী

নয়াদিল্লি: বুধবার অটল বিহারী বাজপেয়ীর ৯৫তম জন্মবার্ষিকীতে ‘অটল ভূজল প্রকল্পে’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, হিমাচল প্রদেশের রোহটাংয়ে প্যাসেজওয়ের নাম রাখা হল ‘অটল টানেল’। মঙ্গলবারই অটল ভূজল যোজনায় জন্য কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ৬ হাজার কোটি টাকার সম্মতি দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ভূগর্ভস্থ জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের আওতায় কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশ উপকৃত হবে। সরকারি সূত্রে খবর, এই প্রকল্পের দ্বারা ৭৮টি জেলার ৮,৩৫০ গ্রাম পঞ্চায়েত উপকৃত হবে।


অন্যদিকে, হিমাচল প্রদেশের রোহটাং টানেল প্রসঙ্গে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২০০০ সালের ৩ জুন রোহটাং পাসের নীচে টানেল তৈরির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তাই ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামেই রোহটাংয়ে প্যাসেজওয়ের নামকরণ করা হল ‘অটল টানেল’। ৮.৮ কিলোমিটার এই টানেলের মাধ্যমে মানালি ও লে-র মধ্যে দূরত্ব কমবে।

বুধবার সকালেই বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রদ্ধা জ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বিজেপি নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজেপেয়ী ২০১৮ সালের ১৬ আগষ্ট মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতিতেই যোজনা চালু করল মোদী সরকার।