মোদীর জাপান সফরে একগুচ্ছ উন্নয়ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা
টোকিও: নরেন্দ্র মোদী ‘অন্যতম ভরসার বন্ধু’। রবিবার এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পাশাপাশি, ভারত-জাপানের সম্পর্ককে ‘উইনিং কম্বিনেশন’ বলে উল্লেখ করলেন মোদী। রবিবার ইয়ামানাশিতে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শিনজো আবে।
ভারত-জাপান সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবে ও মোদী এক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ভারত-জাপান রাজনৈতিক সম্পর্ক, সামরিক সুরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা ও সম্ভাব্য কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
Extremely grateful to PM @AbeShinzo for the warm reception at his home. I am truly honoured by this gesture.
PM Abe also taught me the Japanese way of eating food using chopsticks! pic.twitter.com/A4Gr27rPtd
— Narendra Modi (@narendramodi) 28 October 2018
এদিন আবেকে উত্তর প্রদেশের মির্জাপুরের শিল্পীদের হাতে বোনা কার্পেট, লাল এবং হলুদ বেলে পাথরের দুটি বাটি উপহার দেন মোদী। এরপর মধ্যাহ্নভোজ সারেন দুই রাষ্ট্রনেতা। তারপর জাপানের ইয়ামানাশিতে রোবোটিকস ফার্ম পরিদর্শনে যান মোদী। এছাড়াও টোকিওতে একটি ‘মেক-ইন ইন্ডিয়া’ ভাষণও দেবেন তিনি। এছাড়াও জাপানে বসবাসকারী ভারতীয়দের তরফ থেকে একটি সম্বর্ধনা সভাতেও যোগদান করবেন মোদী।
দু’দিনের এ সফরে সোমবার টোকিওতে আবের সঙ্গে মোদীর আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যে এ নিয়ে ১২ বার বৈঠক হচ্ছে।