ক্ষমতার জন্য নয়, দেশের জন্য বাঁচি, ১২৫ কোটি ভারতীয়দের জন্য বাঁচি: মোদী
চন্ডীগড়: হরিয়ানা বিধানসভার নির্বাচন উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুদা ময়দানে এক নির্বাচনি সমাবেশে ভাষণে বলেন, ক্ষমতার জন্য নয়, দেশের জন্য বাঁচি। ১২৫ কোটি ভারতীয়দের জন্য বাঁচি। আমরা কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করায় কংগ্রেসের ক্ষোভ সপ্তম আকাশে রয়েছে। এ ধরণের লোকদের শাস্তি দেয়া উচিৎ ও রাজনীতি থেকে অব্যাহতি দেয়া উচিৎ।
কংগ্রেসের সমালোচনা করে নমো বলেন, কংগ্রেস সরকার সন্ত্রাসীদের ভয় পেতো। কাশ্মীর সমস্যা বিগত ৭০ বছর ধরে জিইয়ে ছিল। কংগ্রেস এর সমাধান করতে পারেনি। আমরা ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরে বি আর আম্বেদকরের এক দেশ এক সংবিধান নীতি কার্যকর করেছি।
মোদী বলেন, আমি প্রতিশ্রুতি পালন করি। যারা আমাদের ভয় দেখিয়েছিল, তাদেরকে আজ ভীত দেখাচ্ছে। আজ ভারতের সেনাবাহিনী শক্তিশালী হয়েছে। আমরা ক্ষমতায় আসার পরে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে একটি অভিযান চালিয়েছি। আজ আধুনিক সাবমেরিন এবং রাফায়েলের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান আমাদের সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে।
তিনি বলেন, আমি আগেই বলেছিলাম ভারতে এমন একটি সরকার হওয়া উচিত যা বিশ্বের সঙ্গে চোখ রেখে কথা বলতে পারে। ভারত আজ বিশ্বের সাথে চোখ নত করে নয়, চোখে চোখ রেখে কথা বলে। প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর।