Saturday, June 21, 2025
Latestখেলা

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তের উপরই ঝুলে রয়েছে ভারত-পাকিস্তানকে বাইশ গজের মহারণ। সদ্য নির্বাসিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করার কথা জানালেন। তবে তিনি জানিয়ে দেন, এই বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমতি প্রয়োজন।

কলকাতায় সাংবাদিকদের তরফে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সম্পর্কে জানতে চাওয়া হলে সৌরভ বলেন, এই প্রশ্নটা আপনাদের মোদিজী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে করা উচিৎ। আন্তর্জাতিক যে কোনও ট্যুরে কেন্দ্রীয় সরকারের অনুমতির প্রয়োজন হয় আর আমাদের সেটা করতে হলে অনুমতি নিতে হবে। তাই এই প্রশ্নের আমার কাছে কোনও উত্তর নেই।

দীর্ঘ ৭ বছর হয়ে গেল দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত, পাকিস্তান। শেষবার ২০১২ সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। ২টি টোয়েন্টি সহ ৩টি ওয়ানডে খেলা হয়েছিল সেই সিরিজে। আইসিসি টুর্নামেন্টে অবশ্য বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দু’দল। তবে দ্বিপাক্ষিক সিরিজের ভাগ্য এখনও ঝুলে।

চলতি বছররের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইসিসিকে সাফ জানানো হয়েছিল, যে দেশ থেকে সন্ত্রাসবাদের উৎপত্তি, সেই দেশের সঙ্গে প্রত্যেক দেশের সমস্ত রকম সম্পর্কচ্ছিন্ন করা উচিৎ।