দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: মাঠের থেকে নতুন ধান বাড়িতে এসেছে। নতুন ধানে গোলা ভর্তি। তৈরি হয়েছে নতুন চালের গুড়ো। বাড়িতে নতুন গুড়ের সুঘ্রাণ। সব মিলিয়ে মকর সংক্রান্তি উপলক্ষে পিঠা-পুলি অনুষ্ঠান প্রস্তুতি এখন তুঙ্গে। পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তি ঘিরে গোটা দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। বিভিন্ন সংস্কৃতির রঙে রেঙে উঠেছে গোটা দেশ।
মকর সংক্রান্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, প্রকৃতি, ঐতিহ্য এবং সংস্কৃতির রঙে ভরা মকর সংক্রান্তিতে আপনাদের সবার প্রতি রইল আমার শুভ কামনা এবং সকলের সমৃদ্ধি কামনা করছি।
পাশাপাশি, মাঘ বিহু উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন নমো। অসমেই পালিত হয় মাঘ বিহু উৎসব। আজ পোঙ্গল উৎসবও। প্রধানমন্ত্রী পোঙ্গল উপলক্ষেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
পোঙ্গল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের করছেন নমো। মোদী লিখেছেন, পোঙ্গল উৎসবে সকলকে শুভেচ্ছা জানাই। এই উৎসবটি প্রত্যেকের জীবনকে প্রচুর সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। সবাই যেন সুস্বাস্থ্যের অধিকারী হন সেই কামনাই করছি।