দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: শিশির ঝরা হেমন্তের ঘনঘোর অমাবস্যা তিথিতে আজ রবিবার দীপাবলির আলোকে উদ্ভাসিত চারদিক। এই মাহেন্দ্র লগনে আবির্ভাব ঘটবে মা কালীর। আজ মহা দীপাবলি উৎসব ও শ্যামাপূজা। গোটা দেশের মানুষ আজ পালন করবেন দীপাবলি উৎসব। দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, দীপাবলির শুভ উপলক্ষে দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। দীপাবলির উৎসব সবার জীবন উজ্জ্বল করে সমৃদ্ধি-সুস্বাস্থ্য আনুক, চারিদিকে ছড়িয়ে পড়ুক সুখ, শান্তি, সমৃদ্ধি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা।
देशवासियों को दीपावली के पावन अवसर पर बहुत-बहुत शुभकामनाएं। रोशनी का यह उत्सव हम सभी के जीवन में नया प्रकाश लेकर आए और हमारा देश सदा सुख, समृद्धि और सौभाग्य से आलोकित रहे।
Wishing you all a Happy #Diwali. pic.twitter.com/5nhimk58CO
— Narendra Modi (@narendramodi) October 27, 2019
এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীকে অনুরোধ করছি এবারে দীপাবলিতে ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানান৷ শুভেচ্ছা জানান, নৌবাহিনী, বায়ুসেনা, ভারতের নিরাপত্তায় নিয়োজিত সবাইকে৷
দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। টুইটারে রামনাথ কোবিন্দ লিখেছেন, দীপবালির শুভ উৎসবে প্রত্যেক নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন সবাই চেষ্টা করি তাদের জীবনে খুশি আনার যারা ভাগ্যের কম সহায়তা পেয়েছে এবং সাহায্যের দরকার। ভালোবাসা, যত্নের প্রদীপ জ্বালিয়ে ওদের পাশে দাঁড়াই সবাই মিলে।
অন্যদিকে টুইটারে রাজ্যবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মমতা লিখেছেন, আরো আলো আরো আলো, এই নয়নে প্রভু ঢালো… আমার সকল ভাই ও বোনেদের জানাই দীপান্বিতা কালীপুজোর শুভেচ্ছা। আনন্দময় উৎসবের আলোয় ভোরে উঠুক এই দিনটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।