Tuesday, March 25, 2025
দেশ

দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে শুরু হল সিদ্ধিদাতা গণেশের আরাধনা। মহারাষ্ট্র তথা মুম্বাইয়ে এটি বড় উৎসব হলেও দেশের প্রতিটি রাজ্যে ছোটবড় সবরকমভাবে পালিত হচ্ছে গণেশ উৎসব।

টানা ১০ দিন পর্যন্ত চলে এই উৎসব। দশমীর পর জাঁকজমকভাবে বিসর্জন হয়। এই উৎসবে সবাই গণেশ মূর্তি কিনে তাঁর আরাধনা করা হয়। বাড়িতে-বাড়িতে, পাড়ায়-পাড়ায়, মণ্ডপে-মণ্ডপে গণেশ উৎসব পালিত হয়।

প্রধানমন্ত্রী নরেদ্র মোদী টুইটে জানান, সকল দেশবাসীকে গণেশ চতুর্থীর অনেক শুভকামনা। গণপতি বাপ্পা মোরিয়া। গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে ভগবান সবাইকে আশীর্বাদ করুক।


রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, দেবতা গণেশের জন্মতিথি পালিত হয় গণেশ চতুর্থীতে। গণেশ শিক্ষণ, জ্ঞান ও উন্নতির প্রতীক। এগুলি থেকে আসে মূল্যবোধ যার মাধ্যমে আমরা সমাজের সব ক্ষেত্রের উন্নতি ও কল্যাণ করতে পারি।

রাষ্ট্রপতি আরও জানান, হিন্দুমতে গণেশ দেবতাকে সমস্ত দেবতাদের আগে স্মরণ করা হয়। তাঁর আরাধনা করলে সমস্ত বাধা , বিপত্তি দূর হয় এবং কাজে সফলতা আসে। কামনা করি এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের দেশ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।