Tuesday, November 12, 2024
রাজ্য​

বাংলায় বিপুল সমর্থন বাড়ছে বিজেপির: মোদী

জলপাইগুড়ি: বিজেপির প্রতি বিপুল সমর্থন বাড়ছে বাংলায়। ময়নাগুড়িতে হেলিকপ্টার থেকে নামার আগে টুইট করে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে অন্তত ২৩টি আসন তাঁরা টার্গেট করেছে বিজেপি। সেই লক্ষ্য নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বিজেপি নেতারা ছুটে আসছেন। প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমতি শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানরা লাগাতার সভা করেই চলেছেন।

এর আগে ঠাকুরনগর ও দুর্গাপুরে সভা করেন মোদী। দুই সভাতেই বিপুল জন সমাগম দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী। সাতদিনের মধ্যে ফের বাংলায় এসে জলপাইগুড়িতে সভা করার আগে প্রধানমন্ত্রী তাই টুইট করে জানান, বিজেপির প্রতি বিপুল সমর্থন বাড়ছে বাংলায়। সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।