‘অপূরণীয় ক্ষতি’, সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
কলকাতা: কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
টুইটারে প্রধানমন্ত্রী বাংলায় লিখেছেন, শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।
শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।
— Narendra Modi (@narendramodi) November 15, 2020
শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। শোকবার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের সঙ্গে সঙ্গেই এক কিংবদন্তিকে হারাল ভারতীয় সিনেমা। সত্যজিৎ রায় পরিচালিত বহু স্মরণীয় সিনেমা ছাড়াও বিশেষত ‘অপু’ চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে সবাই মনে রাখবেন। অভিনয় শিল্পে তাঁর অবদান অসামান্য।


