শ্রমজীবীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ভিডিও)
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার দিল্লির আইপিটিও কমপ্লেক্সের (ITPO Complex) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শ্রমজীবী মানুষদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী। তাঁর থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত অনুষ্ঠানে উপস্থিত শ্রমজীবী মানুষরা। প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায় মঞ্চ থেকে নেমে শ্রমজীবী মানুষদের সঙ্গে কথাবার্তা বলতে।
🎥WATCH | PM @narendramodi interacts and felicitates Shramjeevis at the Lokaarpan of IECC, #ITPOComplex, Pragati Maidan, Delhi pic.twitter.com/WScYl4JxuW
— PIB India (@PIB_India) July 26, 2023
সংবর্ধিত এক যুবতী বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে প্রধানমন্ত্রী মোদী আমাদের সঙ্গে দেখা করেছেন এবং আমাদের এই সম্মান দিয়েছেন। আমরা খুব কঠোর পরিশ্রম করেছি এবং আজ আমাদের সমস্ত পরিশ্রমের দাম উসুল হয়ে গেছে।”
#WATCH | Earlier we saw PM Modi from afar, but today we met him in person. PM Modi gave us a shawl. We worked very hard in all weather, temperatures and even during covid, says another Shramjeevi. pic.twitter.com/U8bPJX2DxC
— ANI (@ANI) July 26, 2023
আরেক যুবক বলেন, “আগে আমরা অনেক দূর থেকে প্রধানমন্ত্রী মোদীকে দেখেছি। আজকে সামনাসামনি দেখলাম। প্রধানমন্ত্রী মোদী আমাদের একটা শাল উপহার দিয়েছেন। আমরা সমস্ত আবহাওয়া, তাপমাত্রা, করোনার সময়ও খুব কঠোর পরিশ্রম করেছি।’