মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: আজ মহাষ্টমী। ধর্মীয় কাহিনীতে বলা হয়, অষ্টমী আর নবমী তিথির সন্ধিক্ষণে নাকি অসুর বধ হয়েছিল। প্রতিমা কল্পনাতেও প্রতিমার পায়ের নিচে শূলবিদ্ধ অশুভ প্রতীক। অষ্টমী তিথি হল অসুরবিনাশী শুদ্ধসত্তার আবির্ভাব তিথি। দুর্গাপুজো ও নবরাত্রীর অষ্টমী উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, নবরাত্রীর মহাষ্টমীর পুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। দুর্গাষ্টমীর অভীষ্ট দেবী মহাগৌরী আমাদের প্রত্যেকের জীবনে সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসুক সেই কামনা করি।
नवरात्रि की महाष्टमी पूजा की हार्दिक शुभकामनाएं। दुर्गाष्टमी की अभीष्ट देवी महागौरी हम सबके जीवन में सुख, सौभाग्य और समृद्धि लेकर आएं। pic.twitter.com/PpcOXYIXXN
— Narendra Modi (@narendramodi) October 6, 2019
মহাষ্টমীতে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট বার্তায় মমতা লেখেন, সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। সাড়ম্বরে চলছে কুমারী পুজো
Greetings to all on the occasion of Maha Ashtami
সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2019
এদিকে, অষ্টমী পুজো শেষ হতেই শুরু হয়েছে কুমারী পুজো। প্রতি বছরের মতো এবারেও মহাষ্টমীতে সাড়ম্বরে কুমারী পুজো হচ্ছে। অষ্টমীতে সকাল থেকেই মন্ডপে মন্ডপে ভক্তের সমাগম।