পুতিনকে পাশে নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদী
মস্কো: রাশিয়া সফরে, কোনও রকম বিশদ ব্যাখা না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্কার বুঝিয়ে দিলেন, জম্মু ও কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়।
মোদী বলেন, আফগানিস্তানে শক্তিশালী, স্থায়ী এবং গণতান্ত্রিক সরকার দেখতে চায় রাশিয়া ও ভারত। রাশিয়া ও ভারত, কখনই কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা পছন্দ করে না, তারমধ্যে রয়েছে আফগানিস্তানও।
৩৭০ ধারা বাতিলের পদক্ষেপকে সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে, ভারতের সংবিধানের কাঠামো মতোই পদক্ষেপ করা হয়েছে জম্মু ও কাশ্মীরে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যখনই প্রয়োজন হয়েছে, যেখানেই প্রয়োজন হয়েছে, রাশিয়া ও ভারত, একে অপরের পাশে ছিল, আছে এবং থাকবে। মোদী বলেন, আমাদের সহযোগিতা শুধুমাত্র আঞ্চলিক নয়, আন্তর্জাতিক এবং বিশ্বমানের, সুমেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলেও আমরা সহযোগিতা করছি।
মোদী আরও বলেন, তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও তেল ও গ্যাস, পরমাণু শক্তি, প্রতিরক্ষা, আকাশ ও জলপথে যোগাযোগ নিয়েও আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে।