সবার সঙ্গে মাটিতে বসে লঙ্গর খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গুরুদাসপুর: শনিবার ঐতিহাসিক কর্তারপুর করিডোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু নানকের ৫৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে খোলা হল কর্তারপুর করিডোর। এদিন শনিবার গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বারে সবার সঙ্গে মাটিতে বসেই কাঁসার থালায় লঙ্গর খেলেন প্রধানমন্ত্রী।
মোদীর পাশেই খাওয়া সারেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, বিজেপি সাংসদ সানি দেওল, কেন্দ্রীয়মন্ত্রী হরসিমরত কৌর বাদল এবং হরদীপ পুরি। এদিন শিখ রীতি মেনে কমলা পাগড়িতে মাথা ঢেকে গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করেন নমো।
প্রথমে কর্তারপুর করিডোর দিয়ে ৫০০ ভারতীয় তীর্থযাত্রী যাত্রা শুরু করলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদ্বার দরবার সাহিবের উদ্দেশে। কথিত আছে, গুরুদ্বার দরবার সাহিবেই শেষ জীবন কাটিয়েছিলেন গুরু নানক। সীমান্ত থেকে ৪.৫ কিলোমিটার দূরেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নারোয়াল জেলায় অবস্থিত কর্তারপুর শহর।
ভারতের দিকের কর্তারপুরের অংশটিতে উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান। নমো বলেন, করিডর খোলার পাশাপাশি খুব শীঘ্রই চেক পোস্টেরও ব্যবস্থা করা হবে। এর ফলে দরবার সাহিব গুরুদ্বারে পুণ্যার্থীদের সুবিধা বেড়ে যাবে।