Thursday, July 17, 2025
দেশ

ব্যক্তিগত সঞ্চয় থেকে কুম্ভমেলার সাফাইকর্মীদের ২১ লাখ টাকা দান করলেন মোদী

নয়াদিল্লি: কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় পূণ্যস্নান করে সাফাইকর্মীদের পা ধুয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাদের কল্যাণে নিজের সঞ্চয়ের ২১ লাখ টাকা দান করলেন নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ঘোষণা করা হয়।

‘স্বচ্ছ কুম্ভ স্বচ্ছ আবহার’ অনুষ্ঠানে মোদী সাফাইকর্মীদের পা ধুয়ে দেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্যই ছিল কুম্ভমেলাকে স্বচ্ছ রাখতে যাঁরা নিঃশব্দে অবদান রাখেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শন। এই অনুষ্ঠানে সাফাইকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাফাইকর্মীদের অবদানকে স্বীকার করে মোদী তাদের তহবিলে ২১ লাখ টাকা দান করেন। তবে এই প্রথম নয়। এর আগে নানা সমাজকল্যাণমূলক কাজে মোদীকে অর্থদান করতে দেখা গিয়েছে।