Sunday, September 15, 2024
দেশ

পুলওয়ামা হামলার কথা শুনে সেদিন কোনও খাবার মুখে তোলেননি প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: পুলওয়ামা হামলা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ডিসকভারি চ্যানেলের জন্য শুটিংয়ে ব্যস্ত ছিলেন! একটি ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে প্রচার শুরু করেছে কংগ্রেস। কিন্তু, সরকারি সূত্র বলছে, এই খবর ভুয়ো। আদতে পুলওয়ামা হামলার কথা শুনে প্রধানমন্ত্রী কিছুই খাননি।

কংগ্রেসের অভিযোগ, পুলওয়ামা হামলার দিনই এই শুটিং চলছিল। দুপুর ৩টা ১০ মিনিট নাগাদ পুলওয়ামা হামলা হয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদা শুটিং করছিলেন সন্ধ্যা ৭টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকার ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ পুলওয়ামা হামলার দিন মোদীর কর্মসূচির গোটা তালিকা প্রকাশ করছে।

কর্মসূচি অনুযায়ী, সেদিন প্রধানমন্ত্রী দিল্লি থেকে সকাল ৭টার মধ্যে বেরিয়ে যান। খারাপ আবহাওয়ার জন্য দেহারাদুনে চার  ঘণ্টার জন্য আটকে পড়েন তিনি। বেলা ১১.১৫ মিনিট নাগাদ জিম করবেট ন্যাশনাল পার্কে পৌঁছন তিনি। ঘণ্টা তিনেক ছিলেন। দুপুর ৩টার সময় রুদ্রপুরে তাঁর জনসভা ছিল। কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়।

এরপরই ঘটে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা। সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী ফোন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। পরিস্থিতি সম্পর্কে অবগত হন মোদী। রামপুর গেস্টহাউজ়ে পৌঁছে প্রধানমন্ত্রী ফের ডোভাল, রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। কিছুই খাননি তিনি। ৭টার পর রামপুর ছাড়েন। রাজধানী দিল্লি পৌঁছান বেশ খানিকটা পর।

কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদও স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী সেদিন কোনও শুটিং করেননি। তবে, চ্যানেল কর্তৃপক্ষ (যাদের হয়ে মোদী শুটিং করেছেন বলে অভিযোগ এনেছে কংগ্রেস) এখনও এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।