Thursday, November 13, 2025
দেশ

বিহারে পেট্রোলিয়াম ক্ষেত্রে ৯০০ কোটির ৩ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পাটনা: রবিবার বিহারে পেট্রোলিয়াম ক্ষেত্রে ৯০০ কোটি টাকার তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো জানান, এই প্রকল্পের ফলে একদিকে যেমন দেশের পেট্রোলিয়াম ক্ষেত্রের উন্নয়ন হবে, ঠিক তেমনই বিহারেরও মানুষেরও কর্মসংস্থান হবে। পাশাপাশি, বিহার সরকার এই প্রকল্পকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন দিল্লির প্রধানমন্ত্রীর অফিস থেকে ভার্চুয়াল মাধ্যমে এই তিনটি প্রকল্পের উদ্বোধন করেন মোদী। প্রকল্পগুলি হল- দুর্গাপুর-বাঁকা বিভাগের পারাদ্বীপ-হলদিয়া-দুর্গাপুর পাইপলাইন প্রকল্পের সম্প্রসারণ, বাঁকা ও চম্পারনের এলপিজি (LPG) বটলিংয়ের দু’টি কারখানা। জানা গিয়েছে, এই দুটি কারখানা থেকে শুধুমাত্র বিহারের পাশাপাশি, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের একাধিক জেলার মানুষ এলপিজি সিলিন্ডার ভর্তি করতে পারবে।

এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মোদী বলেন, আমরা সেই যুগে আর নেই, যেখানে এক প্রজন্ম প্রকল্পের উদ্বোধন হতে দেখতো, আরেক প্রজন্ম সেই প্রকল্পের কাজ শেষ হতে দেখতো। তবে বর্তমানে দ্রুত গতির উন্নয়নে বিশ্বাসী নয়া ভারত ও নয়া বিহার। বিহার সরকারের ভূয়সী প্রশংসা করে নমো বলেন, গত ১৫ বছর ধরে বিহার দেখিয়ে দিয়েছে, রাজ্যে সঠিক সরকার নির্বাচিত হলে, সরকারি প্রকল্পের সব সুফল সবার কাছে পৌঁছবে।

পাশাপাশি, নীতীশ কুমারের সরকারের ভূয়সী প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, ভারতের যে কোনও সেক্টরের দিকে তাঁকান – শিক্ষা, আয়কর, শ্রম ও স্বাস্থ্য পরিষেবা। প্রত্যেক ক্ষেত্রে বিহার সরকারের অবদান নজরে আসবে। বিহার ভারতের বৃদ্ধিতে সহযোগিতা করছে।