Tuesday, March 25, 2025
দেশ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বল্লভভাই প্যাটেলের স্বপ্ন এবার পূরণ হল: মোদী

নয়াদিল্লি: ৩৭০ ধারা বাতিলের পরে প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ৩৭০ ধারা বাতিলের ফলে সর্দার বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হল।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালেই তিনি টুইট করে এ কথা ঘোষণা করে।

মোদী বলেন, ৩৭০ ধারা বাতিলের ফলে সেখানকার মানুষ মুক্ত হবেন এবং তাঁরা দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আন্তরিক হয়ে উঠতে পারবেন। বিক্ষোভ এড়াতেই সেখানে বনধ করা হয়েছে বলেও এদিন জাতীর উদ্দ্যেশে ভাষণে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রাজ্যটি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যাবে, তারমধ্যে একটি, বিধানসভাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং অপরটি বিধানসভাবিহীন লাদাখ।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে খড়গহস্ত হয়েছে বিরোধীরা, তাঁদের অভিযোগ, “একতরফা” সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং কারো সঙ্গে কোনো আলোচনা করেনি সরকার।