নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: অর্থনীতিতে নোবেল পুরষ্কার পাওয়ার জন্য বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, আন্তর্জাতিক অর্থনীতিতে তাঁর অবদানেরও প্রশংসা করেন নমো। টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে পুরষ্কার পাওয়ার জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। দারিদ্র দুরীকরণে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
Congratulations to Abhijit Banerjee on being conferred the 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel. He has made notable contributions in the field of poverty alleviation.
— Narendra Modi (@narendramodi) October 14, 2019
১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রথমে সাউথ পয়েন্ট স্কুল ও পরে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন অভিজিৎ। এরপর জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৮৮ তে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইডি করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটে ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অর্থনীতির অধ্যাপক হিসাবে নিযুক্ত আছেন তিনি।
তবে শুধু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নয়, তাঁর সঙ্গে যারা নোবেল পুরষ্কার পাচ্ছেন তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুইডিশ অ্যাকাডেমির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দু’দশকে তাঁদের পরীক্ষামূলক পদক্ষেপ, উন্নয়নমূলক অর্থনীতির আমূল পরিবর্তন ঘটিয়েছে।