Thursday, December 12, 2024
দেশ

পরিবারতন্ত্র নিয়ে ফের কংগ্রেসকে বিঁধলেন মোদী

অম্বিকাপুর: পরিবারতন্ত্র নিয়ে ফের কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের অম্বিকাপুরে একটি সভায় ‘চা বিক্রেতা’ মন্তব্যের প্রসঙ্গে শশী থারুরকে আক্রমণ করেন মোদী। গান্ধী পরিবারের বাইরে কাউকে কংগ্রেসের সভাপতি করার চ্যালেঞ্জ জানিয়েছেন মোদী।

প্রসঙ্গত, কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারু সম্প্রতি মন্তব্য করেন, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে এক জন চা-ওয়ালা দায়িত্ব পালন করছেন। কারণ নেহরুজি এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছেন যার মাধ্যমে যে কোনও ভারতীয় ভারতীয় ভূখণ্ডের সর্বোচ্চ পদে যেতে পারেন।

জবাবে এদিন প্রধানমন্ত্রী বলেন, আগামি পাঁচ বছরের জন্য গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসকে নেতৃত্ব দিলে প্রমাণিত হবে নেহেরু এক প্রকৃত গণতন্ত্রের সূচনা করেছিলেন। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মোদী জানিয়েছেন, কংগ্রেসের কোনও যোগ্য নেতাকে সভাপতি পদে নিযুক্ত করা হোক যাঁর পদবী গান্ধী নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশকে শাসন করেছে কংগ্রেস কিন্তু দেশের জন্য কী করেছে তাঁরা, প্রশ্ন তুলেছেন মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশকে চালনা করার যোগ্যতা কেবলমাত্র একটি পরিবারের রয়েছে এই ধারণাও নস্যাৎ করে দিয়েছেন দেশের সাধারণ মানুষ। পরিবারতন্ত্রের ছত্রছায়ায় থেকে দারিদ্রের সংগ্রাম বোঝা যায় না কিন্তু সেই দুঃখ একজন চা বিক্রেতা ঠিকই বুঝতে পারেন।

দীর্ঘকাল ধরে একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নাগরিকদের অন্ধকারে রেখেছে কংগ্রেস ও তার মূল কারণ এই একটি পরিবারের আধিপত্যই, এদিনের সমাবেশে সাফ জানিয়ে দিলেন মোদী।