Thursday, June 19, 2025
Latestদেশ

‘আপনারাই আমার পরিবার’, সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন প্রধানমন্ত্রীর

শ্রীনগর: প্রতিবারের মতো এবারও জম্মু ও কাশ্মীরের সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পরও সীমান্তে গিয়ে দীপাবলি পালন করেছিলেন নমো। এবার ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর প্রথম উপত্যকায় গেলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাজৌরি থেকে বিমানে সোজা পাঞ্জাবের পাঠানকোটে যান।

রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখায় কর্তব্যরত সেনার সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন মোদী। নিজের হাতে মিষ্টিমুখ করান সেনা-জওয়ানদের। ঘুরে দেখলেন তাঁদের ক্যাম্প। খতিয়ে দেখলেন জওয়ানরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা। জওয়ানদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, আপনারাই আমার পরিবার।

মোদী বলেন, পরম্পরা অনুযায়ী, দীপাবলি পরিবারের সঙ্গে পালন করতে হয়। আমিও ভাবলাম যাই, নিজের পরিবারের সঙ্গেই দীপাবলি পালন করে আসি। সেজন্যই আপনাদের মাঝে এলাম। জম্মু ও কাশ্মীর ছাড়াও সেনা জওয়ানরা অন্য অনেক সীমান্ত এলাকায় কর্তব্যরত আছে। কিন্তু এই এলাকাটা অনন্য। যুদ্ধ কিংবা অনুপ্রবেশ, সবই এই এলাকায় সবচেয়ে বেশি। সবকিছু সহ্য করেও এই জায়গাটা প্রত্যেকবার এগিয়ে আসে। এখানে কখনও পরাজয় দেখেনি। এটা শুধু জয়ী নয়, এটা অপরাজেয়।

২০১৫ সালে পাঠানকোটে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৭ সালে তিনি গিয়েছিলেন উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে। এখান থেকে ভারত-চিন সিয়াচেন সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন তিনি। ২০১৮ সালে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তরাখণ্ড। সেখানে হরশিলে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন তিনি।