কেদারনাথে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন মোদী
দেরাদুন: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছরের মতো এ বারও তিনি জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন। দীপাবলিতে কেদারনাথে পুজো দিতে দেরাদুন পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালেই দেরাদুন পৌঁছান প্রধানমন্ত্রী। দীপাবলি পালনের পাশাপাশি মোদি কেদারনাথে পুজোও দেন। গর্ভগৃহ ঘুরে দেখেন। তারপর তিনি ঘুরে দেখেন কেদারপুরী সংস্কারের কাজ।
২০১৪ সালের পর থেকে এই নিয়ে তৃতীয়বার কেদারনাথে গেলেন মোদী। কেদারনাথে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কাজ করে সেনা জওয়ানরা দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করছেন। ১২৫ কোটি ভারতবাসীর ভবিষ্যৎ তাঁরাই রক্ষা করে চলেছেন। দীপাবলি আলোর উৎসব। সবার জীবন আলোয় উদ্ভাসিত করার বার্তাই বয়ে আনে দীপাবলি। সেনা জওয়ানরাও সেভাবে দেশের মানুষের মধ্যে নিশ্চিন্তে বেঁচে থাকার সাহস জোগাচ্ছেন।
PM @narendramodi celebrates Diwali with jawans of the Indian Army and ITBP, at Harsil in Uttarakhand. pic.twitter.com/adktShfPtt
— PIB India (@PIB_India) 7 November 2018
এদিন সকালে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে টুইটে মোদী লেখেন, শুভ দীপাবলি! এই উত্সব সবার জীবনে আনন্দ, সুস্বাস্থ্য ও উন্নতি আনুক। জেগে উঠুক শুভ ও উজ্জ্বল শক্তি। পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর দীপাবলির শুভেচ্ছার জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, প্রতি বছর আমি সীমান্ত এলাকায় গিয়ে আমাদের বাহিনীকে চমকে দিই। এ বছরও সাহসী জওয়ানদের সঙ্গেই দীপাবলি কাটাব। তাঁদের সঙ্গে সময় কাটানোটা একটা বিশেষ মুহূর্ত।
Bibi, my friend, thank you so much for the Diwali wishes.
Every year, I visit our border areas and surprise our troops. This year too, will spend Diwali with our brave troops. Spending time with them is special.
I will share photos of the same tomorrow evening. 🙂 @netanyahu https://t.co/gnouOA3QGt
— Narendra Modi (@narendramodi) 6 November 2018
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর সিয়াচেনের জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন মোদী। ২০১৫ সালে যান পাঞ্জাব সীমান্তে। ২০১৬ সালে নমো দীপাবলি কাটান হিমাচলপ্রদেশে। ২০১৭ সালে তিনি জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটান। আর এবার কেদারনাথে।