Tuesday, March 25, 2025
বিনোদন

ভোট শেষ না হওয়া পর্যন্ত মোদীর বায়োপিকের মুক্তি নয়: নির্বাচন কমিশন

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। বিরোধীরা আগেই অভিযোগ করেছিল এভাবে নিজের প্রচার করছেন মোদী। শুধু এই ছবিটি নয় নমো টিভি নিয়েও আপত্তি রয়েছে বিরোধীদের।

আগামী কাল মুক্তি পাওয়ার কথা ছিল। আর কাল থেকেই শুরু হচ্ছে ভোট পর্ব। এরই মধ্যে নির্বাচন কমিশন ছবিটি মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করল। গতকাল সুপ্রিম কোর্ট অবশ্য এমন কোনও পদক্ষেপ নেওয়ার কথা বলেনি।

কংগ্রেস মোদীর বায়োপিক মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু শীর্ষ আদালত জানায় এটি অদরকারি বিষয়। এর জন্য সময়ের অপচয় করা যায় না।

এই ছবিতে মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে তিনি জানান, কংগ্রেস কাকে ভয় পাচ্ছে? ওরা কি ছবি টাকে ভয় পাচ্ছে না চৌকিদারের ডান্ডাকে।