Friday, June 20, 2025
Latestদেশ

শ্রীলঙ্কাকে ৪৫০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কাকে ৪৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করলেন। শুক্রবার শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন নমো। এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার দেওয়া হবে সন্ত্রাসবাদ দমনের জন্য।

জনা গেছে, মোদী- গোতাবায়ার মধ্যে এদিন বিবিধ বিষয়ে কথা হয়। এর মধ্যে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের দাবি পূরণ, নিরাপত্তা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি, মৎস্যজীবীদের ঠিকানা সংক্রান্ত নানা বিষয় ছিল। সাক্ষাতের পর মোদী বলেন, তিনি রাষ্ট্রপতি রাজাপক্ষকে নিশ্চিত করেছেন, তাঁর দেশকে এগিয়ে যেতে পূর্ণ সহায়তা করবে ভারত। প্রধানমন্ত্রী ঘোষণা করেন ৪০০ মিলিয়ন ডলার সাহায্য করা হবে শ্রীলঙ্কাকে। এর সঙ্গে আরও ৫০ মিলিয়ন ডলার দেওয়া হবে সন্ত্রাসবাদ দমনের জন্য।

চলতি বছরের এপ্রিলে কলম্বোয় একের পর এক আত্মঘাতী বোমা হামলায় ২৫০ জন প্রাণ হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যৌথ ভাবে সন্ত্রাসের দমনের ব্যাপারে রাষ্ট্রপতি রাজাপক্ষের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি। শ্রীলঙ্কার পুলিশ আধিকারিকরা ভারতীয় সংস্থার সঙ্গে লড়াইয়ের বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

বৃহস্পতিবার তিন দিনের সফরে ভারতে এসেছেন রাজপক্ষ। এটাই তাঁর রাষ্ট্রপতি হিসেবে প্রথম বিদেশ সফর। ১০ দিন আগে শ্রীলঙ্কার প্রশাসনিক প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিন‌ি।