Sunday, March 16, 2025
আন্তর্জাতিক

রাশিয়াকে ৭ হাজার কোটি টাকা ঋণ দেবে ভারত, ঘোষণা মোদীর

ভ্লাদিভস্তক: রাশিয়ার পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য রাশিয়াকে ১০০ কোটি মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ দেবে ভারত। রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে পঞ্চম ইস্টার্ন ইকোনমিক ফোরামে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঋণদানের ঘোষণা করে নরেন্দ্র মোদী বলেন, ‘অ্যাক্ট ফার ইস্ট’ নীতির সূচনা হলো।

মোদী বলেন, ভ্লাডিভসটকে একমাত্র ভারতের দূতাবাস রয়েছে। সোভিয়েতের সময়েও রাশিয়ার একাংশে বিদেশিদের ছিল নিষিদ্ধ। কিন্তু ভারতীয়রা অনায়সে যেতে পারতেন।

রাশিয়ার পূর্বাঞ্চলে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই অঞ্চলে তেল, গ্যাসে বিনিয়োগের সুযোগ কাজে লাগানো যেতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ওই এলাকাটির সুফল পেতে পারে ভারত। পাশাপাশি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে মোদী বলেন, বরফে ঢাকা রাশিয়াকে ফুলের দেশে পরিণত করেছেন পুতিন।

২ দিনের রাশিয়া সফর শেষ করার পর ধন্যবাদজ্ঞাপন করেছেন মোদী। টুইটারে লিখেছেন, ধন্যবাদ রাশিয়া। অত্যন্ত ইতিবাচক সফর করেছি। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি ভারত ও রাশিয়াকে আরও কাছাকাছি নিয়ে আসবে। বন্ধু পুতিন, সরকার ও রাশিয়ার মানুষদের আতিথেয়তায় আমি আপ্লুত।