Sunday, March 16, 2025
দেশ

পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের যোগসূত্র রয়েছে, ৩৭০ ধারা প্রত্যাহার প্রসঙ্গে কটাক্ষ মোদীর

ইম্ফল: জম্মু ও কাশ্মীরকে বিশেষ ক্ষমতাপ্রদানকারী সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল করার কথা একাধিকবার প্রকাশ্যেই ঘোষণা করেছে বিজেপি নেতারা। বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়েছেন, ৩৭০ ধারাটি তুলে দিতে তাঁর দল বদ্ধপরিকর। এবার স্বয়ং নরেন্দ্র মোদী খুললেন ৩৭০ ধারা নিয়ে।

৩৭০ ধারা নিয়েই মণিপুরের জনসভায় কংগ্রেসকে বিঁধলেন নরেন্দ্র মোদী। পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, ৩৭০ ধারা প্রত্যাহার করা হলে তা মেনে নেওয়া হবে না। এ প্রসঙ্গে মোদী জানিয়েছেন, কংগ্রেসের ইস্তেহারে এই বিষয়টি উত্থাপনের পরই পাকিস্তান এহেন বিবৃতি দিয়েছে। কংগ্রেস ও পাকিস্তানের মধ্যে এই বিষয়টি নিয়ে যোগসূত্র রয়েছে,কটাক্ষ করেছে মোদী।

কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে, সংবিধানের ৩৭০ ধারা অক্ষুণ্ণ থাকবে ও আফস্পা পূনর্মূল্যায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়া, কাশ্মীর উপত্যকায় সেনার উপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হবে, এমনটাই জানানো হয়েছে কংগ্রেসের ইস্তেহারে।

এরপর পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়েছেন, ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারাকে বাতিল করা হলে তা রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবনাগুলিকে অমান্য করার শামিল হবে। তাই কোনও পরিস্থিতিতেই আমরা এটা মেনে নেব না এবং কাশ্মীরের মানুষও এটা মানবেন না।