নিরাপত্তাকর্মীদেরকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্তে পরিষেবা ক্ষেত্রে নিয়োজিত সকল কর্মীদেরকে দীপাবলির শুভকামনা জানালেন। নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে দলীয় কর্মীদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ যখন আমরা সবাই দীপাবলির আনন্দ করছি পরিবারের সঙ্গে, তখন সীমান্ত এবং দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাঁরা আমাদের জন্য কাজ করেন তাঁদের শুভেচ্ছা জানানোও আমাদের কর্তব্য। পুলিশ বা নিরাপত্তাকর্মী বা এনডিআরএফ সদস্য সকলকেই দীপাবলির শুভেচ্ছা। আমি এই সব মানুষদের সামনে মাথা নত করি।
মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা ভোটের ফলাফলের জন্য দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনও রাজ্যে পরপর দু’বার ক্ষমতায় থাকা কোনও গড়পরতা ফল নয়। নমো বলেন, এটা অপ্রত্যাশিত জয়, কারণ, এইদিনগুলি, কিছু সরকার পাঁচ বছর বছর পর ফিরে যায়। তারপর আবার জেতা বড় ব্যাপার।
হরিয়ানার বিজেপি নেতাদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ঠ নয়, সেখানে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। মোদী বলেন, দলের জন্য আমি দীর্ঘদিন হরিয়ানায় কাজ করেছি। সেখানে যখন আমরা অন্য দলের সঙ্গী ছিলাম, সেটা ছিল তাদের শর্তে। তিনি বলেন, হরিয়ানায় যারা সরকারকে নেতৃত্ব দিয়েছেন, তাঁরা নতুন ছিলেন। ফলে এই সাফল্য অনেক বড়। দুই রাজ্যেই আঞ্চলিক দলগুলির সঙ্গী ছিল বিজেপি।
হরিয়ানার বিজেপি নেতাদের প্রশংসা করে মোদী বলেন, যাঁরা হরিয়ানার রাজনীতি জানেন, তাঁরা অবশ্যই জানবেন, সেরাজ্যে আমাদের যদি কোনও দলের সঙ্গে জোট করতে হত, তাদের পছন্দমতো আসনে লড়তে হত। ২০১৪-এর আগে জোট ছিল। যদি আমরা দুই অঙ্কে পৌঁছাতে পারতাম, সেটাই ছিল বিশাল। সেখান থেকে আমরা আজ যে জায়গা, তা মনে রাখার মতো। পাশাপাশি, বারাণসীর বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সুষ্ঠুভাবে হওয়ার জন্য স্থানীয় দলীয় কর্মীদের অভিনন্দন এবং ধন্যবাদ জানান তিনি।