Thursday, September 19, 2024
দেশ

মে মাসে ফের মন কি বাত নিয়ে ফিরছি: মোদী

নয়াদিল্লি: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’। স্বাভাবিকভাবেই শহিদ জওয়ানদের পরিবারের মর্মবেদনার কথাই আদ্যপ্রান্তে তাঁর বক্তৃতায় উঠে এল। আজ মন কি বাত অনুষ্ঠানের ৫৩তম পর্ব ছিলো।

এদিন নির্বাচনের পর ফিরে আসার অঙ্গীকার করে মোদী বলেন, লোকসভা ভোটের কারণে মার্চ, এপ্রিল ও মে মাসের শুরুর দিকে মন কি বাত অনুষ্ঠান হবে না। মে মাসের শেষ রবিবার ফের মন কি বাত নিয়ে ফিরে আসব।

এদিন মহা শিবরাত্রি থেকে শুরু করে আগামী লোকসভা নির্বাচন- বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করেন মোদী। আগামী দুই মাস সারা দেশ নির্বাচনে ব্যস্ত থাকবে বলে তিনি জানান। নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও ব্যাখ্যা করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। শনিবার উত্তরপ্রদেশের সভা থেকে অমিত শাহ বলেন, মোদী ফের প্রধানমন্ত্রী হবেন। কেন্দ্রীয় সরকারের সাফল্যকে তুলে ধরতে বিজেপির দাবি, বিজেপি সরকার পাঁচ বছরে গরিবদের জন্য যা করেছে তা কংগ্রেস ৬০ বছরেও করতে পারেনি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী গেরুয়া শিবির।