Monday, March 17, 2025
রাজ্য​

ভোটব্যাংকের রাজনীতি করছেন দিদি: মোদী

কোচবিহার: মাত্র চার দিন আগেই পশ্চিমবঙ্গে জোড়া সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার ফের এলেন কোচবিহারে।  মোদীর এই সভা থেকেই বেশ স্পষ্ট বাংলাকে এবার তিনি কতটা গুরুত্ব দিয়েছেন। এর আগে বাংলায় এসে মমতাকে উন্নয়নের ‘স্পিড ব্রেকার’ বলে সম্বোধন করেছিলেন তিনি। রবিবারের সভাতেও ফের মমতাকে ‘স্পিড ব্রেকার’ বলে সম্বোধন করলেন নমো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মোদী বলেন, উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা। ভোটব্যাংকের রাজনীতি করছেন তিনি। দেশকে শক্তিশালী দেখলে অসুবিধা হয়। রাজ্যবাসীর জীবনকে একাই ধ্বংস করছেন দিদি। মোদী বলেন, মিশন শক্তি পর দিদির কষ্ট হয়েছিল। এমন কয়েকজন আছেন, যাঁদের ভারতেক শক্তিশালী দেখতে অসুবিধে হয়।

মোদী বলেন, নিখরচায় টেলিফোনে কথা বলা আগামী দিতে বাস্তবায়িত হবে। খুব শিগগির দেশ জুড়ে টেলিফোনে কথা বলতে কোনও খরচাই হবে না। ইন্টারনেট পরিষেবা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা হবে।

মোদী বলেন, সভায় আসতে বাধা দেওয়া হয়েছিল বিজেপি কর্মীদের। মঞ্চ তৈরি করতেও বাধা দেওয়া হয়েছিল, এসব নিতান্তই অপরিণত আচরণ। এত বাধা সত্তেও রাজ্যের মানুষ আমাদের ভালোবেসেছে, আমাদের সমর্থন করছে। আপনাদের আমার প্রতি ভালোবাসা একজনের ঘুম উড়িয়ে দিয়েছে, জনসমর্থন চলে গেলে কী অবস্থা হয়, দিদি দেখছেন। খামোখাই নির্বাচন কমিশনের ওপর রাগ দেখাচ্ছেন।