মোদী আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিপ্রাপ্ত দূরদর্শী ও বহুমুখী প্রতিভার অধিকারী: অরুণ মিশ্র
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্স ২০২০-র উদ্বোধনী অনুষ্ঠানে অরুণ মিশ্র মোদীকে ‘বহুমুখী প্রতিভাবান (জিনিয়াস)’ ও ‘আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃত দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি’ বলে অভিহিত করেন। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রীও।
সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি অরুণ মিশ্র ১,৫০০ টি পুরনো ও লুপ্তপ্রায় আইন তুলে দেওয়ায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদকে ধন্যবাদ জানান। অরুণ মিশ্রর মতে, মোদীর চিন্তাভাবনা আন্তর্জাতিক স্তরের এবং তিনি কাজ করেন একেবারে স্থানীয় স্তরে।
Addressing an International Judicial Conference in New Delhi. https://t.co/N1gTEcF6fN
— Narendra Modi (@narendramodi) February 22, 2020
অরুণ মিশ্র বলেন, সম্মানের সঙ্গে মানুষের বেঁচে থাকা আমাদের প্রধান চিন্তার বিষয়। অনুপ্রেরণামূলক ভাষণের জন্য বহুমুখী প্রতিভা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। এই কনফারেন্সের কর্মসূচি ও আলোচনার শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অরুণ মিশ্র বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত এবং মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারত এক খুব কাছের বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে।