Friday, June 20, 2025
Latestদেশ

১৯৮৪ সালের ৩১ অক্টোবর ‘বিশ্বস্ত’ দুই দেহরক্ষী গুলি করে হত্যা করেছিলেন ইন্দিরা গান্ধীকে

নয়াদিল্লি: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁরই দুই দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান আজ থেকে ৩৫ বছর আগে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিহত হন তিনি। স্বর্ণ মন্দিরে সেনা অপারেশন- ‘অপারেশন ব্লুস্টার’এর বদলা নিতে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা ইতিহাসে ইন্দিরা হত্যাকাণ্ড নামে পরিচিত। সেদিন ইন্দিরা গান্ধীকে তাঁরই দুই শিখ দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিং অপারেশন ব্লু স্টার চলাকালীন স্বর্ণমন্দির শিখদের বিরুদ্ধে সেনা অভিযানের প্রতিশোধ নিতেই হত্যা করেছিল। এই হত্যাকান্ডের দেশজুড়ে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল।

ওড়িশার ভুবনেশ্বর শহরের সঙ্গে ইন্দিরা গান্ধীর বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে। তবে বেশিরভাগ স্মৃতিই আনন্দের নয়। এই শহরেই তার বাবা জওহরলাল নেহরু প্রথমবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই ১৯৬৪ সালের মে মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬৭ সালের নির্বাচনী প্রচারে এই শহরেই ইন্দিরার দিকে পাথর ছোঁড়া হয়েছিল, যার আঘাতে তাঁর নাক ফেটে গিয়েছিল। সেই ভুবনেশ্বর শহরেই ১৯৮৪ সালের ৩০শে অক্টোবর জীবনের শেষ ভাষণটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

স্বামী ফিরোজ খানের সাথে ইন্দিরা গান্ধী

১৯৮৪ সালের ৩১ অক্টোব সকাল ৯ টা ১২ মিনিট নাগাদ বাগানে হাঁটা শুরু করেন ইন্দিরা। বাসভবনের লাগোয়া দফতর ছিল আকবর রোডে। দুটি ভবনের মধ্যে যাতায়াতের একটা রাস্তা ছিল। সেই গেটের সামনে পৌঁছে ইন্দিরা গান্ধী তার সচিব আর কে ধাওয়ানের সঙ্গে কথা বলছিলেন।

ইন্দিরা গান্ধীর শেষকৃত্য

আর কে ধাওয়ান তাঁকে বলছিলেন যে ইন্দিরার নির্দেশমতো ইয়েমেন সফররত রাষ্ট্রপতি গিয়ানী জৈল সিংকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি সন্ধ্যা ৭টার মধ্যেই দিল্লি চলে আসেন। হঠাৎই পাশে দাঁড়ানো নিরাপত্তাকর্মী বিয়ন্ত সিং রিভলবার বার করে ইন্দিরা গান্ধীর দিকে গুলি চালায়। প্রথম গুলিটা পেটে লেগেছিল। ইন্দিরা গান্ধী ডান হাতটা ওপরে তুলেছিলেন গুলি থেকে বাঁচতে। তখন একেবারে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে বিয়ন্ত সিং আরও দু’বার গুলি চালায়। সে ২টি গুলি তার বুকে আর কোমরে লাগে। ওই জায়গা থেকে ঠিক পাঁচ ফুট দূরে নিজের টমসন অটোমেটিক কার্বাইন নিয়ে দাঁড়িয়ে ছিল সতবন্ত সিং।

ইন্দিরা গান্ধীকে মাটিতে পড়ে যেতে দেখে সতবন্ত কিছুটা ঘাবড়ে গিয়েছিল। স্থাণুর মতো দাঁড়িয়ে ছিল। তখনই বিয়ন্ত চিৎকার করে সতবন্তকে বলে ‘গুলি চালাও।’ সতবন্ত সঙ্গে সঙ্গে নিজের কার্বাইন থেকে চেম্বারে থাকা ২৫টা গুলিই ইন্দিরা গান্ধীর শরীরে গেঁথে দিয়েছিল।