দিল্লি আসতে চাও? হাউ ইজ দ্য জোশ? উচ্চ মাধ্যমিকে ৫০০-য় ৪৯৩ পাওয়া বিনায়ককে ফোন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কেরল থেকে ৫০০ নম্বরের ভেতর ৪৯৩ পেয়েছে বিনায়ক এম মালিল (Vinayak M Malil)। তাঁকে কল করে বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনায়ককে কল করে প্রধানমন্ত্রী বলেন, হাউ ইজ দ্য জোশ? বিনায়ক সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হাই স্যার। সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৪৯৩ পাওয়া থোডুপুজার বাসিন্দা বিনায়কের সাথে কথোপকথনটি প্রধানমন্ত্রীর মন কি বাতে প্রচার করা হয়েছে। কোচির জওহর নবোদয় বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেন বিনায়ক।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা প্রসঙ্গে বিনায়ক বলে, এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। দু’দিন আগে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক আমাদের ফোন করে জানান, একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ তোমাকে ফোন করে অভিনন্দন জানাতে চান। ফোন আসার কিছুক্ষণ আগেই জানতে পারি যে, ফোনের অপর প্রান্তে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। আমি ভীষণ খুশি হই এবং উত্তেজনায় কথা হারিয়ে ফেলি।
অভিনন্দন জানানো ছাড়াও প্রধানমন্ত্রী অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কেও জিজ্ঞাসা করেন বিনায়ককে। নমো জানতে চান, তুমি কি দিল্লি আসতে চাও? তখন বিনায়ক জানায়, উচ্চতর শিক্ষার জন্য আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আবেদন জানিয়েছি।
বিনয়াকের বাবা মনোজ একজন শ্রমিক, মা থানকার গৃহিণী। থানকা বলেন, তিনি তাঁর ছেলেকে পড়াশোনার জন্য জওহর নবোদয় বিদ্যালয়ে পাঠিয়েছিলেন, কারণ বাড়ির অবস্থা খারাপ ছিল।
অন্যান্য ছাত্রছাত্রীদের উদ্দেশে বিনায়ক বলেন, কঠিন পরিশ্রম এবং সময়ের ব্যবহার, এই দুটি মন্ত্রেই বোর্ডের পরীক্ষায় সাফল্য আসবে। বিনায়কের শখ সম্পর্কেও জানতে চান মোদী, জানতে চান সোশ্যাল মিডিয়ায় যোগদান সম্পর্কে। বিনায়কের জানান, সে ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। স্কুল থেকে প্রশিক্ষণও পেয়েছি। তবে আমাদের স্কুলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি নেই।