Friday, June 20, 2025
Latestদেশ

মসজিদে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে মোদী সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট মুসলিম মহিলাদের দেশের সব মসজিদে প্রবেশাধিকার সম্পর্কে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অভিমত জানতে চেয়েছে। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট। আগামী ৫ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে অভিমত জানতে বলা হয়েছে।

শুক্রবার এই মর্মে কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কে একটি নোটিস পাঠিয়েছে। তিন সদস্যের ঐ বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস এ নাজির।

দেশের সকল মসজিদে মুসলিম মহিলাদের প্রবেশাধিকার দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ইয়াসমিন জুবের আহমেদ পারজাদে। শীর্ষ আদালতকে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং ওয়ায়ক বোর্ডকে যথাযথ নির্দেশ জারির অনুরোধ জানিয়েছেন তিনি।

আবেদনে আবেদনকারী ইয়াসমিন জুবের আহমেদ পারজাদের দাবি ছিল, দেশের সব মসজিদে প্রবেশাধিকার থেকে মহিলাদের বঞ্চিত করায় তাদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। শুক্রবার ওই আবেদনের ভিত্তিতেই কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল দেশের শীর্ষ আদালত।