Sunday, June 22, 2025
Latestদেশ

এবার প্লাস্টিকমুক্ত দেশ গড়ার ডাক দিলেন অমিত শাহ

আহমেদাবাদ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবারে সাধারণ মানুষদের কেনাকাটা করার জন্য প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করতে অনুরোধ জানালেন। কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে এবং প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমাতে অনুরোধ জানান তিনি। অমিত শাহ বলেন, জমিতে পড়ে থাকা প্লাস্টিকের বর্জ্য বৃষ্টির জল মাটিতে মিশে যেতে দেয় না এবং প্লাস্টিক খেয়ে ফেলায় গরুও মারা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন।

অমিত শাহ তাঁর নির্বাচনী এলাকা গান্ধীনগরের কালোলের সমজিৎ অধিকারীতা অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেন। ওই অনুষ্ঠানে প্রতিবন্ধী বা ‘দিব্যাঙ্গ’ ব্যক্তিদেরও বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমিত শাহ।

রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে একটি করে কাপড়ের ব্যাগ দেওয়া হয়েছে। আমাদের এই কাপড়ের ব্যাগটি শাকসবজি এবং মুদির দোকানের জিনিস কিনতে ব্যবহার করবেন। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করুন।

অমিত শাহ আরও বলেন, প্লাস্টিকের ব্যাগ নষ্ট হতে ৪০০ বছরেরও বেশি সময় লাগে। হাজার হাজার পরিবার যদি বিকল্প ব্যবস্থা হিসাবে কাপড়ের ব্যাগের ব্যবহার শুরু করে এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেয় তাহলে পৃথিবী দূষণের হাত থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, প্লাস্টিকের ব্যাগ বৃষ্টির জলকে মাটির মধ্যে মিশতে বাধা দেয় এবং এর ফলে ভূগর্ভস্থ জলের স্তর কমে যাচ্ছে। আমরা যখন প্লাস্টিকের ব্যাগে মুড়ে খাবার ফেলে দিই তখন গরুরা সেই প্লাস্টিক খেয়ে ফেলে এবং ফলস্বরূপ, গরু মারা যায়।

অমিত শাহ মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেন তবেই এটি ফ্যাশনেবল হয়ে উঠবে এবং প্রত্যেকে আপনার উদাহরণ অনুসরণ করবে।