Thursday, June 19, 2025
Latestখেলা

ব্যাট করছেন কোহলি, গ্যালারি তখন ‘দাদা দাদা’ ধ্বনিতে উত্তাল

কলকাতা: ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট ঘিরে সেজে উঠেছে কলকাতা। ইতিহাসের সাক্ষী হলো কলকাতার ইডেনে গার্ডেন্স। দর্শকাসন ভর্তি হবে ইডেনে কথা দিয়েছিলেন নয়া বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, দাদার সেই কথা সত্যি প্রমাণ করল কলকাতা।

দুপুর বেলায় সাদা শার্ট, গাঢ় নীল ব্লেজার, চোখে রিমলেস চশমা পরে ইডেন গার্ডেন্সের গ্যালারিতে দাঁড়িয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পিছনে ‘দাদা দাদা’ ধ্বনিতে উত্তাল গ্যালারি। ঐতিহাসিক দিন-রাত্রির টেস্ট শুরুর আগে সেলফি তুলে টুইট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন ইডেনে দিন-রাতের টেস্টে হাজির হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে ইডেন বেল বাজিয়ে ম্যাচের সূচনা করেন তাঁরা।


হাজির ছিলেন সচিন, কপিল, কুম্বলে। শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলিকে আলাপ করিয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর বিরাট নিজেই দলের বাকি সতীর্থদের সঙ্গে আলাপ করিয়ে দেন।