Monday, June 16, 2025
Latestখেলা

এক ইনিংস ও ৪৬ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল ভারত

কলকাতা: রবিবার তৃতীয় দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ভারতের মাটিতে প্রথম দিন-রাত্রির পিংক বলের ঐতিহাসিক টেস্ট ম্যাচ পকেটে পুরলো ভারত। এক ইনিংস আর ৪৬ রানে ভারতের বোলারদের কাছে কার্যত আত্মসমর্পণ করল টাইগাররা। ম্যাচের তৃতীয় দিনে ৪৩ রানে বাংলাদেশের বাকি ৩ উইকেট তুলে নিয়ে ইনিংস খতম।

বাংলাদেশ হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারত। প্রথম ইনিংসে ইশান্ত শর্মা নিয়েছিলেন ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব নিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামেননি মাহমুদুল্লাহ। ঐতিহাসিক টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট তুলে নিয়ে ম্যাচ অফ দ্য ম্যাচ হয়েছেন ইশান্ত শর্মা। সিরিজের সেরাও হয়েছেন ইশান্ত।

ইডেনে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ ২-০-তে জিতে নিল টিম ইন্ডিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে টানা চার টেস্ট ইনিংস জিতে রেকর্ড গড়ল ভারত। টানা সপ্তম টেস্ট সিরিজ জিতল। এই নিয়ে ঘরের মাটিতে পর পর ১২টি টেস্ট সিরিজ জিতল ভারত।