প্রথম দিনের দিনের শেষে ভারতের স্কোর ১৭৪/ ৩
কলকাতা: ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে অর্ধশতরান করেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টেস্টে ৫ হাজার রান পূর্ণ করলেন। দিনরাত্রি টেস্টের তিন সেশনের খেলার পর বাংলাদেশের থেকে ৬৮ রানে এগিয়ে ভারত। দিনের শেষে ভারতের লিড ৬৮ রান। ৫৯ রানে ব্যাট করছেন কোহলি ও ২৩ রানে ব্যাট করছেন রাহানে।
চেতেশ্বর পূজারা করেছেন ৫৫ রান। মায়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মা বড় স্কোর না করতে পারলেও ইতিমধ্যেই খেলার চালক আসনে ভারত। রোহিত শর্মা ২১ রান করে ইবাদত হোসেনের বলে এলবিডব্লু হন। এরপর ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি।
A memorable day for #TeamIndia at the #PinkBallTest.
After bundling out Bangladesh for 106 runs, the batsmen put up a total of 174/3 at Stumps on Day 1.@Paytm #INDvBAN pic.twitter.com/G6o23IUET3
— BCCI (@BCCI) November 22, 2019
হাফ সেঞ্চুরি করেন পূজারা ও কোহলি। বাংলাদেশের হয়ে এদিন ১টি করে উইকেট নিলেন আল-আমিন ও ইবাদত। ৫৫ রান করে শেষ মুহূর্তে আউট হন পূজারা। ইবাদত হোসেনের বলে শাদমানকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। দিনের শেষে ভারতের স্কোর ৪৬ ওভারে ১৭৪-৩। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে।
এদিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গোলাপি বলের সামনে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ঈশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামির বলের সামনে ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শূন্য রানেই আউট হন অধিনায়ক মমিনুল হক, মহম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিম। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন শাদমান ইসলাম। ভারতের হয়ে ৫ উইকটে তুলে নিয়েছেন ইশান্ত।