Thursday, June 19, 2025
Latestখেলা

১০৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

কলকাতা: শুক্রবার ঘন্টা বাজিয়ে গোলাপি বলের টেস্ট ম্যাচের উদ্বোধনের মধ্য দিয়ে তৈরি হল নয়া ইতিহাস। টস জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। ১০৬ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ।

এদিন টসে জিতে ব্যাটে নেমে ভারতের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি টাইগাররা। যার ফলে ফ্লাডলাইটে ব্যাটিং করার সুযোগও পেলনা টাইগাররা। ৩০.৩ ওভারে ১০৬ রানেই অল আউট বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সাদমান
ইসলাম (২৯)। ভারতের হয়ে বল হাতে ঈশান শর্মা নেন ৫ উইকেট। উমেশ যাদব তিনটি আর মহম্মদ শামি দুটি করে উইকেট তুলে নেন।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক ম্যাচের সূচনার আগে, টসের মুহুর্তে আকাশপথে উড়ে এসে দুই অধিনায়কের হাতে গোলাপী বল তুলে দেন সেনা জওয়ানরা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টা বাজিয়ে গোলাপি বলের টেস্ট ম্যাচের উদ্বোধন করেন।