রাত পোহালেই ৩৫টি আসনে ভোট, মোতায়েন ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কলকাতা: করোনার বাড়বাড়ন্তের মধ্যেই বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভাগ্য নির্ধারণ হতে চলেছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। মোট ৪টি জেলা- মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং কলকাতার মোট ৩৫টি আসনে ভোট গ্রহণ করা হবে।
অষ্টম দফায়ও প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। শেষ দফার নির্বাচনে মোট ৭৫৩ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। কমিশন সূত্রে খবর, বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে বীরভূমে। পাশাপাশি, প্রতিটি বুথ চত্বরে থাকবে রাজ্য পুলিশের লাঠিধারী কর্মীও। করোনা বিধি মেনেই ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা ৬টা অবধি।
ভোটের কাজে মোতায়েন থাকবে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বীরভূমে থাকবে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া মুর্শিদাবাদে ২১২ কোম্পানি, মালদায় ১১০ কোম্পানি, উত্তর কলকাতায় ৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
৩৫টি আসন হলো- চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া, দুবরাজপুর, সিউরি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ুরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, খড়গ্রাম, বর্ধমান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল এবং জলঙ্গি।