Saturday, April 20, 2024
জীবনযাপন

বিশ্বের ২৭টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রতি পাঁচটি দেশের মধ্যে একটিতে রাষ্ট্রধর্ম রয়েছে। অফিসিয়ালি রাষ্ট্রধর্ম পালনকারী ৪৩টি দেশের মধ্যে ২৭টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং উত্তর ইউরোপের ৪৩টি দেশে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রধর্ম রয়েছে। এগুলোর মধ্যে এশিয়া, সাব-সাহারা আফ্রিকা, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ২৭টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। এছাড়া বিশ্বের ৫৩ ভাগ দেশে আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মের কথা উল্লেখ নেই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের ১০টি দেশ (৫ ভাগ) কোনো ধর্মকেই স্বীকৃতি দেয়নি।

পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপের ৯টি দেশসহ বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্রধর্ম খ্রিস্টান। এছাড়া সারা বিশ্বের কোনো দেশেই হিন্দুধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি পায়নি।

যে ২৭টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম-

১) সৌদিআরব

২) পাকিস্তান

৩) বাংলাদেশ

৪) আফগানিস্তান

৫) সংযুক্ত আরব আমিরাত

৬) ওমান

৭) ইন্দোনেশিয়া

৮) মিশর

৯) কাতার

১০) মরোক্ক

১১) সোমালিয়া

১২) মালদ্বীপ

১৩) মালয়েশিয়া

১৪) লিবিয়া

১৫) জর্ডান

১৬) কোমোরোস

১৭) আলজেরিয়া

১৮) বাহরাইন

১৯) ব্রুনাই

২০) তিউনিসিয়া

২১) ফিলিস্তিন

২২) ইরাক

২৩) ইরান

২৪) জিবুতি

২৫) মৌরিতানিয়া

২৬) কুয়েত

২৭) ইয়েমেন