Tuesday, March 25, 2025
Latestআন্তর্জাতিক

মোদীর বৈঠকের পরেই মার্কিন সংস্থার সঙ্গে ২৫০ কোটি ডলারের মউ স্বাক্ষর

হিউস্টন: মার্কিন শিল্পপতিদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করতে এবং বিভিন্ন তেল উৎপাদনকারী সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বৈঠকের পরেই ঐতিহাসিক ঘটনাটি ঘটল। মার্কিন প্রাকৃতিক গ্যাস সংস্থা টেলিউরিয়ান আইএনসির সঙ্গে ভারতের সংস্থা পেট্রোনেট এলএনজি লিমিটেডের ২৫০ কোটি মার্কিন ডলারের মউ স্বাক্ষর হল। এই মউ অনুযায়ী, পেট্রোনেট ও তাঁর সহযোগী সংস্থাগুলি টেলুরিয়ানের থেকে প্রতি বছর ৫০ লাখ মিলিয়ন টন তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করবে। শক্তি ক্ষেত্রে এর আগে মার্কিন সংস্থার সঙ্গে এত বড় মাপের চুক্তি কখনও হয়নি।

টেলিউরিয়ান আইএনসি এক বিবৃতিতে জানিয়েছে,, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এই ঐতিহাসিক মউ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে সাশ্রয় মূল্যে পরিশোধিত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে ভারতের বৃহত্তম এলএনজি আমদানিকারী সংস্থা পেট্রোনেট। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়লে ভারতের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আরও দ্রুত মোদীর ৫ বিলিয়ন ডলার অর্থনীতি তৈরির লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে। সেই সঙ্গে কমে যাবে পরিবেশ দূষণও।

টেলিউরিয়ান আইএনসির প্রেসিডেন্ট ও সিইও মেগ জেন্টল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পেট্রোনেটের সঙ্গে মউ স্বাক্ষর করতে পেরে সম্মানিত বোধ করছি আমরা। পেট্রোনেটের সঙ্গে এই ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ হবে বলে আশা করছি।

মোদীর ৭ দিনের মার্কিন সফরের প্রথম দিনেই এই চুক্তি সম্পন্ন হল। এ সম্পর্কে মোদী জানিয়েছেন, শক্তি ক্ষেত্রে আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় ভারত।